Home > my bangla blog > তথ্য দরকার

তথ্য দরকার

আমি গতকাল মোবিকমের ইডিজিএ মডেম কিনেছি। এবং জিপি এর কানেকশন ব্যবহার করছি। সব কিছুই ঠিক আছে, শুধু একটি প্রবলেম করছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজ করা যাচ্ছে না। কিন্তু কনেকশন স্টেটাস দেখাচ্ছে কানেকশ ঠিক আছে বা চলছে।

আপনারা যারা গ্রামীনের ইন্টারনেট ব্যবহার করছেন, তারা কেউকি এই প্রবলেম ফেইস করছেন ?

Categories: my bangla blog Tags:
  1. November 16th, 2008 at 03:23 | #1

    হ্যা আমারো হয়। আমার মনেহয় জিপি ব্যান্ডউইডথ থ্রোটলিং জাতীয় কিছু করে। আইডিএম দিয়ে ফুলইস্পিডে ফাইল নামাইতে গেলে মাঝেমধ্যে ডিসকানেক্ট হয়ে যায়। ব্রাউজ করা না গেলে ডিস্কানেক্ট করে আবার কানেক্ট করেন এছাড়া উপায় নাই

63 queries in 0.098 seconds