Home > my bangla blog > হোস্টিং এর স্পেইস লাগবে, স্পেইস?

হোস্টিং এর স্পেইস লাগবে, স্পেইস?

আমার ওয়েব হোস্টিং একাউন্টে প্রচুর (২০০ + গি.বাইট) স্পেইস পরে আছে। বছরে এতোগুলি টাকা বিল দিয়ে খালি ফেলে রাখতে ভাল লাগছে না। আপনাদের কারো লাগল বলেন, দেই ফ্রী-তে, সাব ডোমাইন দিয়ে অথবা নিজেদের ডোমাইন কিনা থাকলে বলেন, সেটাই হোস্ট কইরা দেই (shell access সহ) ।

অথবা কেও যদি চান subversion repository ও হোস্ট করতে পারেন।

Categories: my bangla blog Tags:
  1. March 30th, 2008 at 14:16 | #1

    প্রিয় লাভলুদা,
    অনেকদিন আগে আপনার এই পোস্টটি দেখেছিলাম, আজ কাজে আসলো। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের শিক্ষাবিষয়ক একটি ওয়েবসাইট খুলতে চাচ্ছি (একদমই স্বেচ্ছাসেবী ওয়েবসাইট), যেখানে শিক্ষাবিষয়ক কলাম ও বিভিন্ন শব্দের ব্যাখ্যা-বিশ্লেষণ থাকবে। এজন্য http://www.bdeducation.info নামে একটি ডোমেইন নেইম খোলার বুকিং দিয়েছি। এখন জায়গা দরকার। আপনার ঘোষণাটি কি এখনো বলবৎ আছে? যদি থাকে, তাহলে আমাকে ৫০০ মেবা. জায়গা বরাদ্দ দিতে পারবেন?

    আরেকটি সাহায্য চাচ্ছি। এই লাইনে আমি শুধু নবিশই নয়, কিছুই জানি না বলতে গেলে। আমি যদি একটি কোম্পানি থেকে এই নামটি কিনে নিই এবং অন্য কারো কাছ থেকে স্পেস নিই, তাহলে পুরো ওয়েবসাইটটি কি আমিই নিয়ন্ত্রণ এবং আপডেট করতে পারবো? নাকি অন্যরাও এতে হাত দিতে পারবে? একটু বিস্তারিত যদি জানান উপকৃত হবো।

    বিয়ে করেছেন, দু’জনকেই অসংখ্য শুভেচ্ছা। ভালো কথা, যারা এই লাইনে আসেনি তাদের আসা উচিত কিনা সে বিষয়ে পোস্ট দিতে পারেন। জনগণের উপকার হবে।

    অনিশ্চিত

  2. Syed Ahmed Zaki
    April 1st, 2008 at 08:16 | #2

    Lavluda amake ki subdomain deya jai? MySQL Database soho. Doya kore reply diyen……

  3. April 1st, 2008 at 09:33 | #3

    আনিশ্চত: আপনি এখনো হোস্টিং স্পেইস পেেত পারেন। এর জন্য আমাকে me @ lavluda.com এ মেইল করুন। আপনি সম্ভব হলে বাহিরের কোম্পানি থেকে ডোমাইনটি কিনার চেষ্টা করুন। দেশি কোম্পানিগুলোর সার্ভিস সুবিধার না। তবে খুব একটা সমস্যা হবে না। স্পেইস ব্যবহারের একটাই শর্ত, hosting by: lavluda.com এটা ফুটারে ব্যবহার করতে হবে।

    সাইদ: আপনিও মেইল করুন উপরুক্ত ঠিকানায়।

  4. October 5th, 2008 at 23:09 | #4

    ভাই, আমাকে কি একটু জায়গা দেয়া যায়? প্লিজ….হোস্টিং করতে অনেক টাকা লাগে। আমি ছাত্র মানুষ। এত টাকা দিয়ে হোস্টিং করা আমার পক্ষে সম্ভব না। তাই আপনার সাহায্য দরকার। প্লিজ…

  5. July 17th, 2009 at 17:56 | #5

    ভাইয়া আপনার এই অফার এখন ও আছে ? থাকলে আমাকে সাহায্য করবেন পিল্জ। আমি ওয়ার্ডপ্রস দিয়ে পাসেনিাল বল্গ হোষ্ট করতে চাচ্ছি।

  6. October 26th, 2009 at 14:37 | #6

    লাভলু ভাই, এখনো কি আপনার এখানে স্পেস পাওয়া যাবে।

  7. তাপস
    May 30th, 2011 at 17:58 | #7

    ভাইয়া, আমি একটি বাংলা, সোশাল ফোরাম সাইট বানাতে চাই। তাই আমি আপনার ফ্রী হোস্টিং ও সাহাজ্য চাই। সাহাজ্য ক্রলে খুশি হবো।

    আমার মেইল=> [email protected]

65 queries in 0.103 seconds