একটি সুপ্ত বাসনা

October 23rd, 2007 No comments

কার কাছে যেন শুনেছিলাম সকল বাঙ্গালীর মধ্যে কিছুটা হলেও কবি ভাব আছে/থাকে।

আমার কথা টি সত্যি মনে হয়েছে। কারণ, মনে আছে, খুব ছোট বেলায়, আমি একবার আমার স্কুলের খাতার পিছনে ২ লাইনের একটা কবিতা লিখেছিলাম (যতটুকু মনে পরে তা ছিল প্রেমের কবিতা )। যাকিনা আমার শ্রদ্ধেয় মাস্টমশাই পরে খুব হেঁসে ছিল, আর আমি লজ্জায় কবিতা লেখা ছেড়ে দিলাম।

আপনারা হয়ত বিশ্বাস করবেন না, আমার খুব হিংসা হয় কবি, সাহিত্যিকদের।

আমার সব সময় মনে হয, অর্থিক দিক থেকে তারা খুব বেশি সুবিধা করতে না পারলেও তাদের লাইফ স্টাইলে রয়েছে অন্য ধরনের ছন্দ, তারা আমাদের চেয়ে অনেক উপরের স্তরের মানুষ। খুব ইচ্ছে করে তাদের মত কাঁধে চটের ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াতে। হয়ত একদিন সব কিছু ছেড়ে, ছুড়ে ফেলে দিয়া বেড়িয়ে যাব অজানার পথে।

Categories: my bangla blog Tags:

তথ্য দরকার

October 22nd, 2007 1 comment

আমি গতকাল মোবিকমের ইডিজিএ মডেম কিনেছি। এবং জিপি এর কানেকশন ব্যবহার করছি। সব কিছুই ঠিক আছে, শুধু একটি প্রবলেম করছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজ করা যাচ্ছে না। কিন্তু কনেকশন স্টেটাস দেখাচ্ছে কানেকশ ঠিক আছে বা চলছে।

আপনারা যারা গ্রামীনের ইন্টারনেট ব্যবহার করছেন, তারা কেউকি এই প্রবলেম ফেইস করছেন ?

Categories: my bangla blog Tags:

mount your windows partition with write permission

October 19th, 2007 1 comment

I always get question from new linux users how to mount windows partition with read/write permission. That’s why writing this post…

to mount your other partition in linux, first you have to know what is there physical address. you can get this by:

ibrahim@lavluda:~$ su
Password:
lavluda:/home/ibrahim# fdisk -l

Disk /dev/sda: 120.0 GB, 120034123776 bytes
255 heads, 63 sectors/track, 14593 cylinders
Units = cylinders of 16065 * 512 = 8225280 bytes

Device Boot Start End Blocks Id System
/dev/sda1 * 1 3270 26266243+ c W95 FAT32 (LBA)
/dev/sda2 3271 3513 1951897+ 82 Linux swap / Solaris
/dev/sda3 3514 5945 19535040 83 Linux
/dev/sda4 5946 14593 69465060 f W95 Ext’d (LBA)
/dev/sda5 8108 10247 17189518+ b W95 FAT32
/dev/sda6 10248 12420 17454591 b W95 FAT32
/dev/sda7 12421 14593 17454591 b W95 FAT32
/dev/sda8 5946 8107 17366202 83 Linux

Partition table entries are not in disk order
lavluda:/home/ibrahim#

now open your /etc/fstab with your favourite editor (i prefer nano for console)
and change according to your need. for batter understand you here is my fstab as example.

lavluda:/home/ibrahim#cd /media
lavluda:/home/ibrahim#mkdir c d e f
lavluda:/home/ibrahim# nano /etc/fstab

# /etc/fstab: static file system information.
#
# proc /proc proc defaults 0 0
/dev/sda3 / reiserfs notail 0 1
/dev/sda2 none swap sw 0 0
/dev/scd0 /media/cdrom0 udf,iso9660 user,noauto 0 0
/dev/sda1 /media/c vfat rw,users,umask=000 0 0
/dev/sda5 /media/d vfat rw,users,umask=000 0 0
/dev/sda6 /media/e vfat rw,users,umask=000 0 0
/dev/sda7 /media/f vfat rw,users,umask=000 0 0

now time to mount these partitions 😀

lavluda:/home/ibrahim#mount -a

write comments if you still getting problem 😛

Categories: Linux, Linux Helps, ubuntu Tags:

সাপেড় খেলা

October 17th, 2007 No comments

ঈদের আগের দিন বাড়িতে আমাদের এলাকার সাপুড়ে কে ডেকে ছিলাম সাপেড় খেলা দেখানোর জন্য। আপনাদের সাথে শেয়ার করলাম খেলার ভিডিওটি।
ডাউনলোড করুন

Categories: my bangla blog Tags:

সেই আগের ঈদ আর নেই

October 16th, 2007 2 comments

ছোট বেলায় ঈদ আসলে খুব খুশি হতাম। কারণ নতুন জামা কাপড় কেনা হত। তার চেয়ে মজার ছিল ঈদের বকশিশ । ঈদের সেই কয়টা দিন পার করতাম স্বপনের মধ্য দিয়ে। সারাদিন খেলাধুলা, আড্ডা, টিভি দেখা ইত্যাদি ইত্যাদি। বেশি মজা পেতাম সন্ধ্যার পর উঠানে পাটি বিছিয়ে শুয়ে থাকতে সবাই মিলা। আর শুয়ে শুয়ে নতুন কোন খেলা আবিষ্কার করে ফেলতাম কোন একজন। আমার চাচাতো ভাই বোনের সংখ্যা আল্লহর রহমতে কম নয়, প্রায় ২ ডজন। তাই খেলার জন্য লোকের অভাব হত না কখনো। বরং প্রায়ই সময়ে একাধিক গ্রুপ করে খেলতে হত (জুনিয়ার এন্ড সিনিয়র গ্রুপ)।

ঈদের ২দিন আগে থেকেই চিন্তায় পরে যেতাম এত সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গুছোল করব কিভাবে। যাই হোক সকাল বেলা ঘুম থেকে উঠা ভয়ে ভয়ে পুকুরের দিকে এগিয়ে যেতাম। আর ৫ মিনিট ধরে দাড়িয়ে থেকে সাহস করে নেমে পরতাম গুছোল করতে আর তা শেষ হয় মাত্র ২ মিনিটির মধ্যে। তার পর নতুন জামা কাপড় পরে রওনা হতাম ঈদ গা-এর দিকে। সবার সাথে নামায আদায় করে বাসায় আসার পর একজন একজন করে সব মুরুব্বিকে সালাম করতাম এবং অটোমেটিক পকেট ভারি হতে থাকত ।

গতকাল বিকালে দাদার বাড়ি থেকে ঈদ করে ফিরলাম। তখন থেকেই কথাটি মাথায় ঘুরছে, “সেই আগে ঈদ আর নেই”।
এখন আর সেই ভাবে সবাই একসাথে সময় কাটাতে পারি না, সবাই যার যার মত ব্যাস্ত। আর দাদি ছাড়া কেউ ঈদের বকশিশ ও দেয় না। এখন ঈদ কাটাই টিভির আয়োজন দেখে দেখে।

Categories: Personal Tags:

me, with new hair style :)

October 9th, 2007 5 comments

me old hair style

new face lavluda

check my new hair style and don’t forget to write your comments.

Categories: Personal Tags:

somewherein… এর নতুন অফিস

September 30th, 2007 1 comment

গত ১৭ই সেপ্টম্বর, আমরা নতুন অফিসে শিফট করি। অফিসের ডেকোরেশনের কাজ এখনো শেষ হয়নি। আমার মোবাইল ফোনটি দিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম নতুন অফিসের। আপনাদের সাথে শেয়ার করলাম।

Categories: my bangla blog Tags:

send me message

September 14th, 2007 7 comments

you can send me sms (only from bangladesh), to send me sms open your sms editor and write:

@lavluda “here your message”

then send it to 5455

i will get it 🙂

Categories: Personal Tags:

got nokia n70

September 14th, 2007 10 comments

nokia n70

3days ago i bought this nokia n70
:):):):):):):)

Categories: Personal Tags:

ঘুরে এলুম লালবাগের কেল্লা

September 4th, 2007 1 comment

গত ১লা সেপ্টম্বর, আমরা (আমি, বড় ভাই, ছোট বোন এবং আব্বু) গিয়েছিলাম বিখ্যাত লালবাগের কেল্লা দেখতে।

ভিতরে যাওয়ার পর, খুব ভাল লাগছিল্‌ । কিন্তু দেয়ালের বাহিরে বিশাল বিশাল আধুনিক বাড়ি দেখে মুডটাই খারাপ হয়ে গেল।

সেখানের কিছু ছবি শেয়ার করছি আপনাদের সাথে।

Categories: my bangla blog Tags:
71 queries in 0.099 seconds