Archive

Archive for December, 2007

wordpress bangla plugin 2.0

December 24th, 2007 36 comments

i just finished version 2.0 of wordpress bangla plugin. in this new version now you also use probhat layout.

you can download it from here

upgrade:

simple unzip this file and overwrite the old files.

ব্লগ ভার্সন ৩ ও আমার কিছু কথা

December 20th, 2007 No comments

সা.ইন. ব্লগ ভার্সন ৩ প্রকাশিত হল গতকাল, প্রায় ৩৪ ঘন্টা কাজ করার পর। এই দির্ঘ সময় কাজ করার সময় মিজান ভাই (ব্লগ ডেভলপার টিমের লিড) এবং মোর্শেদ ভাই ছিলেন আমাদের সাথে। এছাড়াও ব্লগ টিমের অন্যান সকল সদ্স্য তাদের সেরা কাজটি দেখিয়েছেন। ব্লগটিমের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তাদের স্ব স্ব আবদানের জন্য।

এবার আসা যাক আমার এই পোস্টটি লেখার মুল কারনে।

এই পোস্টে আমি ঐ ৩৪ ঘন্টা কাজের অভিজ্ঞতা শেয়ার করব। <img mce_tsrc=

ব্লগ ভার্সন প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল ১৬ই ডিসেম্বর রাতে। যা কিনা সম্ভব হয়নি বিদ্যুতের স্পেশাল পারফরমেন্সের কারণে। যার ফলে ১৫ই ডিসেম্বর রাত ৯ টায় সবাই যার যার বাসায় ফিরে যেতে হয় মন খারাপ করে। তারপর ১৭ই ডিসেম্বর সকাল ৮:৩৫ মিনিটে অফিসে পৌছালাম (আমি সাধারনত ১১ টার আগে আসি না)।

তার পর শুরু হয় ব্লগের অন্যান্য সদস্যদের জন্য অপেক্ষা। ঘন্টাখানিকের মধ্যেই মোটামোটি সকলে হাজির। এরপর চলতে থাকে কাজ। কোডের ফাইনাল টাচ (তখনো নতুন ডিজাইন হাতে আসে নি)।

বিকাল ৪টায় ব্লগ সার্ভার ডাউন করার ঘোষনা দেওয়া হল। কিন্তু বিভিন্ন কারণে শেষ পর্যন্ত ৪:৫০ মিনিটে ব্লগ ডাউন করে শুরু হল মুল কাজ। সাধারনত সার্ভার রিলেটেড কাজ গুলি আমি করে থাকি। তো বসে গেলাম আমি আমার প্রিয় ডেল ল্যাপটপ নিয়ে নতুন সার্ভার + পুরান সার্ভার মধ্যে সকল ডাটা ট্রান্সফারের জন্য। সার্ভারে ডাটা ট্রান্সফারের কাজ চলতে চলতে আমরা ২ গেইম টেবিল টেনিস মেরে আসলাম। রাত ৮টার দিকে আমি , মিজান ভাই, মোর্শেদ ভাই ও রাশেদ ভাই ছাড়া সবাই চলে গেল।

রাত ৯:৩০ এর দিকে রাশেদ ভাই ওনার গাড়ির ড্রাইভারকে দিয়ে পুরান ঢাকা থেকে মামা বিরানি আনতে পাঠালেন। কিন্তু ড্রাইভার তার মিশনে ব্যার্থ হয়ে অন্য মোরগ পোলাও নিয়া আসল। কি আর করা <img mce_tsrc= । তবে পেটে প্রচন্ড খিদা থাকায় খেতে বড়ই ভাল লেগেছে , (এমনকি আমি একলাই ২ টা শাবার করেছি)।

এর পর রাত ১২ শুরু হল সব চেয়ে ঝামেলার কাজ, পুরানো ডাটাবেইসের সকল ডাটা ইউনিকোডে কনভার্ট করার। কাজ ভালই চলছিল , রাত ২ টার দিকে মিজান ভাই আবিষ্কার করল আমি ডাটাবেইস ভুলটায় কাজ করছি। এটা হল গত সপ্তাহে ব্যাকাপ নেওয়া ডাটাবেইস, কারেন্টটা না <img mce_tsrc= । বুঝেন অবস্থা । আরেকটু হলেই দিত মাইর <img mce_tsrc=। কি আর করা ২ টা ঘন্টা পুরা মাটি।
তো ডাটা বেইস চেইন্জ কইর আবার কাজ শুরু হল। এর মধ্যে বাধা সৃষ্টি করল শ্রদ্ধেয় গুগল বট, মামু আর টাইম পায়নাই ইনডেক্সিং কারার জন্য। তার ফলে কনভার্টের গতি গেল কমে। ৩ ঘন্টার কাজ শেষ হল ৫-৬ ঘন্টায়। হইল সকাল , কিন্তু কাজ তখনো অনেক বাকি। আমাদের সবচেয়ে বড় ঝামেলা হল আপনার খুশি হয়ে যে ইমেইজ গুলি আপলোড করেন সেগুলো। তার সংখ্যা ৫০ হাজারেরও বেশি। নতুন ভার্সনে ইমেইজ হেন্ডলের পদ্ধতি ভিন্ন। সব গুলি ইমেইজের ২ টি করে অন্য সাইজের কপি তৈরি করতে হবে। সেই কাজ চলতে থাকল।

ইমেইজের কাজ শেষ হলে ব্লগ টিম সেটার উপর টেস্টিং শুরু করল। তারপর ১ টা ৪০ মিনিটের দিকে গ্রিন সিগ্যনাল পেলাম। সো আমি ওয়েব সার্ভারের সেটিং চেইন্জ করে দিলাম রিস্টার্ট। ব্লগ আপ <img mce_tsrc= সম্পুর্ন অফিস যুরে হুররে বলে চৎকার উঠল। সেই এক মজার অনুভুতি <img mce_tsrc=

তারপর জানা ভাবী কেক নিয়ে আসল। এবার কেক খাওয়ার পালা। <img mce_tsrc=

কেক খাইয়া ফটোসেশন হইল, মোই পোজ দিলাম <img mce_tsrc=। কিছু ছবি শেয়ার করলাম।

আরো ছবি দিমু পরে । আপতত এই দুইটা দেখতে থাকেন। <img mce_tsrc=

Categories: my bangla blog Tags:

updated to 2.3.1

December 6th, 2007 No comments

after getting some problem with wordpress 2.0.1 (even someone got sucess to hack , and made a post), few days ago i updated my wordpress blog to the latest 2.3.1 . everything goes fine (using subversion).

but wordpress recently changed there database schema , so you may see some error message related to database table missing. please ignore it, i will fix this problems next weekend. 🙂

Categories: General Tags:
56 queries in 0.103 seconds